JhumGhor Bandarban Tanchi
প্রতিটি জুমখেতে ছোট-বড় একটি জুমঘর থাকে। ওই জুমঘরকে কেন্দ্র করে জুম চাষের ধান ও অন্যান্য ফসলের বীজ বপন, খেতের পরিচর্যা, ফসল আহরণসহ সবকিছু করা হয়। জুমঘরে বসে পাহাড়ের অপূর্ব নিসর্গশোভা দেখতে দেখতে জুমিয়া জীবন ও জুম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে। বান্দরবানে ভ্রমণকারীরা চিম্বুক পাহাড়, নীলগিরি, রুমার বগা লেক, কেওক্রাডং, তাজিংডং পাহাড়ে ও রাইনক্ষ্যং পুকুর, থানচির তিন্দু, রেমাক্রি, ডিম পাহাড়ে বেড়াতে গেলে এমন জুমঘরের দেখা মিলবে। ওই এলাকাগুলোতেই মূলত জুমচাষি পাহাড়িরা বসবাস করেন।
প্রিয় এই বান্দরবানে ভ্রমণ পিপাসু ভাই/ বোনদের জন্য আমাদের এই গ্রুপ। একের পর এক সংযোজন হতে হতে এই গ্রুপ বড় হচ্ছে। পারিবারিক বন্ধন হচ্ছে, আমরা চাই এই বন্ধন অটুট থাকুক, আর এই সম্পর্ক সুন্দর সাবলীল রাখতে কিছু নিয়ম কানুন থাকা উচিৎ।অনেকে আমাদের পরিচিত বলে গ্রুপে নিজেদের প্রতিষ্ঠানের কিংবা অন্য কোন বিষয়ে পোষ্ট দিতে চান, অনেক সময় না বুঝে দিয়ে ফেলে গ্রুপ থেকে ব্লক/ব্যান খেয়ে যান। এক্ষেত্রে গ্রাউন্ড রুলস সকল মডারেটরকে দেয়া থাকে, এবং এর উপর নির্ভর করে সেই ব্যবস্থাও নিয়ে থাকে। তাই রুলসগুলো আপনাদের সকলের জেনে রাখা উচিত। আপনাদের কারোও যদি কোন বিষয়ে এখানে এড করার প্রয়োজনীয়তা মনে করেন, তবে তা আমাদের জানাবেন।
1⃣ গ্রুপে বাণিজ্যিক বা অন্য কোন বিষয় সম্পর্কিত পোষ্ট করা যাবেনা।
2⃣ BTG ব্যাতিত অন্য কোন গ্রুপ কিংবা কোম্পানীর পেজ, ইভেন্ট, অফার বা বাণিজ্যিক কোন কার্যক্রম গ্রুপে শেয়ার করা যাবেনা।
3⃣ ধর্ম, বর্ণ, জাতী, কোন মানুষ কিংবা অন্য কোন প্রতিষ্ঠানকে আঘাত করে, এমন কোন কিছু গ্রুপে শেয়ার করা যাবেনা।
4⃣ একসাথে বড়জোর ৫টি ছবি আপলোড করতে পারবেন, তবে ১টি করাই উত্তম। আর অবশ্যই ছবিতে ক্যাপশন দিতে হবে। নিজের ছবি সহো ১টার বেশী ছবি দিলে এপ্রুভ হবেনা।
5⃣ আপনার পছন্দের ছবি আপলোড করার সাথে সেই ছবি কোথায় থেকে তোলা হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
6⃣ কারো জন্মদিন, মৃত্যুবার্ষিকী নিয়ে গ্রুপে কোন পোষ্ট করবেন না। এমন কি এই গ্রুপের এডমিনদের/ মডারেটস দের জন্মদিন বা তাদের কোন ব্যাক্তিগত বিষয় নিয়েও গ্রুপে পোষ্ট করা যাবেনা। তবে ট্রাভেলিং সেক্টরের পথিকৃৎ ব্যক্তিদের ক্ষেত্রে হলে সেই বিষয়ে পোষ্ট করা যাবে তবে তা এডমিনদের আগে জানাতে হবে।
7⃣ ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য গ্রুপে পোষ্ট করুন, কিংবা ইনফরমেশন শেয়ার করুন গ্রুপে যাতে মেম্বাররা জানতে পারে।
8⃣ ভ্রমণ পিপাসু বন্ধুরা গেট টুগেদার বা কোন রকম পার্টি করে তা গ্রুপে শেয়ার করবেন না। কেবল ভ্রমণ এবং ভ্রমণ সংক্রান্ত পোষ্ট যা মানুষকে ভ্রমণে উৎসাহী করে তেমন ইনফরমেটিভ পোষ্ট শেয়ার করুন। তবে BTG এবং পর্যটনকে রিপ্রেজেন্ট করে,এমন কিছু হলে শেয়ার করা যাবে।
9⃣ বাংলাদেশের যে কোন দর্শনীয় স্থান সম্পর্কে আপনার জানা শোনা ভাল থাকলে আপনি সেখানকার সব রকম তথ্য নিয়ে গ্রুপে ডক ফাইল তৈরী করতে পারেন, যেন আপনার দেয়া তথ্য নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ তৈরী হয়।
🔟 বান্দরবান বা বাংলাদেশের যে কোন দর্শনীয় স্থান গুলোর ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত পোষ্ট করতে পারবেন। ভ্রমণে গিয়ে কি ভাল লেগেছিলো, কি বিপদে পড়েছিলেন, কিংবা কোন কোন কাজ গুলান বিপদজনক হতে পারে এবং
Banddarban Tour Group এর সার্ভিস কেমন, তাদের আন্তরিকতা সম্পর্কে গ্রুপে পোষ্ট করতে পারবেন, যাতে অন্য সকলে আমাদের সেবা নিয়ে বান্দরবান ট্যুর দিতে সাচ্ছন্দ্য বোধ করে।
* এই গ্রুপে থেকে আমরা মাঝে মাঝে গ্রুপ ট্যুরে বের হই, এতে চাইলে আপনিও যে কোন স্থান থেকে আমাদের ভ্রমণের অংশ হতে পারেন, প্রতিটি ভ্রমণের আগে একটি ইভেন্ট তৈরী করা হয়। ইভেন্টে সব রকম নিয়ম কানুন দেয়া থাকে। তা মেনে নিয়ে আপনিও যেতে পারেন আমাদের সাথে।
আমাদের পেইজের লিঙ্ক-
https://www.facebook.com/BTGbban/
আপনি চাইলে পেইজে মেসেজ করতে পারবেন, এডমিন রা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করবে।
No comments